২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:০০
সন্ধ্যা : খণ্ড সময়। নিমরাত্রি। অতিদিন।
তোমাকেই সন্ধ্যা বলি। বলি সন্ধ্যা মুখোপাধ্যায়। যেন তোমার আসার সময়টুকুই তোমার নাম। যেন ওই সময়টুকুই তুমি। সারাদিনের ইলেট্রনিক জলাঞ্জলির পর সাইবার জঙ্গলের ভেতর ওৎ পেতে বসে থাকি। অথবা সময় স্বয়ং সন্ধ্যার ক্যামফ্লেজে বসে থাকে তোমার অপেক্ষায়। বসে থাকি আমি ও সান্ধ্যসময় পরস্পর। অথবা তুমি আসো সন্ধ্যা সমভিব্যহারে। তোমার ভেতর ক্রমে ঘন হয়ে আসে সন্ধ্যা। তোমার ভেতর থেকে লাফ দিয়ে পৃথিবীতে নামে।
সন্ধ্যা আসে, সন্ধ্যা নামে, সন্ধ্যা ঘনায়। মানুষের পৃথিবীতে আরেকটা মানুষের মতো। নারীদের মধ্যে আরেক নারী।
প্রকাশ করা হয়েছে: কবিতা বিভাগে ।
২. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৪
মাহবুব মোর্শেদ বলেছেন: যেমন?

৩. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:১৭
৪. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৪
মুজিব মেহদী বলেছেন: এখন আকাশ লাল, বুঝি রজনী আসন্ন, শোকাহত স্বজনেরা সব শ্মশানঘাটায় দহনকুণ্ডের দিকে চেয়ে আছে, যেজন মুখাগ্নি করেছে সে স্তম্ভিত ঘটমানতায়, আর কুয়াশার মতো পাখা ঝেপে নেমে আসে কান্নারা সব

মাত্র একবেলা লোকান্তরে রবে আর ভোরে ফের জন্মাবে এমন দাসখত লিখে, সূর্যটা পিছু ফিরে ফিরে চলে যাচ্ছে কথিত স্বর্গে, অবিকল
৫. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৬
মুক্তকথা বলেছেন: আরো কত কি?

৬. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৭
মাঠশালা বলেছেন: সন্ধ্যা আমার নিমরাত্রির বোন
আধারে ওরা জড়িয়ে থাকে শোকে
একের দুঃখ আরেকের শোকে ভোলে
আমি পাশ ফিরে নিরবে কাটাই রাত
ওরাতো আমার বিমুর্ত সহদরা।।

আধারে ওরা জড়িয়ে থাকে শোকে
একের দুঃখ আরেকের শোকে ভোলে
আমি পাশ ফিরে নিরবে কাটাই রাত
ওরাতো আমার বিমুর্ত সহদরা।।
৭. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৭
মাহবুব মোর্শেদ বলেছেন: দারুণ তো। থ্যাংকস মুজিব ভাই।

৮. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ১:২৯
৯. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪১
মেহরাব শাহরিয়ার বলেছেন: জীবনের প্রিয় স্মৃতিগুলোর বেশিরভাগের পেছনেই সন্ধ্যার ক্যানভাস

১০. ২৩ শে অক্টোবর, ২০০৭ দুপুর ২:৪২
সন্ধ্যাবেলা প্রেম।
সন্ধ্যাবেলা সকলি মিথ্যা।
সন্ধ্যাবেলায় শেম।
সন্ধ্যাবেলায় গুটি গুটি পায়
খেলতে যাচ্ছি পাশা।
সন্ধ্যাবেলায় ফিরিয়ে দিচ্ছ
ব্যর্থ যাওয়া আসা।
সন্ধ্যাবেলায় পানশালা খোলে
সন্ধ্যা খোলে জেহান,
সন্ধ্যাবেলায় সোডিয়াম জ্বলে
হলদে আলোর বিহান।
তবুও সন্ধ্যা গরল অনেক
সন্ধ্যায় সাজি সঙ।
তবুও সন্ধ্যা সোনালি এমন
সন্ধ্যার অনেক রঙ।